Header Ads Widget

Ticker

6/trending/ticker-posts

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কোন গাড়ির কত | Dhaka Elevated Expressway Toll Rate.

dhaka elevated expressway toll, dhaka elevated expressway route map, dhaka elevated expressway, dhaka elevated expressway map, dhaka elevated expressway route, 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কোন গাড়ির কত | Dhaka Elevated Expressway Toll Rate.

You may search: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ম্যাপ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্ৰথম আলো, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কি,

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে ২  সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১১ কিলোমিটার অংশের উদ্বোধন করেন, ঢাকা শহরে যারা বসবাস করেন তারা সকলেই জানেন যে ঢাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট কেননা আপনি যে সময়ে  আপনার গ্রামের বাড়ি থেকে ঢাকা আসতে পারবেন ঠিক এর চাইতেও ডাবল সময়  লাগে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে মহাখালী আসতে,  সাধারণত আপনি ঢাকার মিরপুর থেকে মহাখালী গেলেই মিনিমাম আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত সময় লাগে.  এই যানজট নিরসনের অন্যতম উপায় হচ্ছে ঢাকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার কারণে এখন আমাদের সাধারণ জনগণের জন্য অনেক সুবিধা হবে কেননা আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে,  অনেকেই আপনারা জানেন না যে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং এটা কোথায় পর্যন্ত যাবে চলুন জেনেনেই।


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হচ্ছে 46.73 km কিলোমিটার এর ভিতর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত  ২ সেপ্টেম্বর তারিখে উদ্বোধন করেছে ১০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রোড ম্যাপ,  সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কতগুলো টোল প্লাজা রয়েছে এবং কোথা থেকে উঠতে হবে এবং  কোথায় নামতে হবে এই এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করলে,  যারা মোটরসাইকেল ব্যবহার করে এই ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে পোস্টের শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য  শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

People also search: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ম্যাপ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খরচ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কত, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কি, 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেখান থেকে উঠবেন-নামবেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোথা দিয়ে উঠবেন কোথায় নামবেন জেনে নিন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে  হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে কাওলা কুড়িল বিশ্বরোড হয়ে  একদম চট্টগ্রাম  মহাসড়ক কুতুবখালী পর্যন্ত এর ভিতর মোট ২৭ টি স্টেশন রয়েছে যেখানে আপনারা নামতে পারবেন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে,  যদি এই  লাইনে কেউ রেগুলার যাতায়াত করে থাকেন তাদের জন্য ব্যাপক সুবিধা আনতে পারে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।  কারণ অনেকেই দেখা যায় বাসে যাতায়াত করেন তখন বাসের বিরাট জামে পড়তে হয় অনেক সময় নষ্ট হয় কিন্তু এই ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে চালু হলে এটার ব্যাপক সুবিধা আমরা ভোগ করতে পারব  বিশেষ করে দক্ষিণ উত্তর অঞ্চলের মানুষদের জন্য।


কোন গাড়ির জন্য কত টাকা টোল দিতে হবে। 

প্রাইভেট কার- 80 tk

মাইক্রোবাস - 80 tk

মিনি ট্রাক- 80 tk

মাঝারি আকারে ট্রাক- 320 tk

বড় ট্রাক ছয় চাকা - 320

ছয় চাকার বেশি বড় ট্রাক- 400 tk

বাস (গণপরিবহন)- 160 tk

মোটরসাইকেলের কত দিতে হবে তা এখন পর্যন্ত অফিশিয়ালি কোন কিছু জানানো হয়নি আশা করি খুব দ্রুত এটাও জানানো হবে।

English key: dhaka elevated expressway toll, dhaka elevated expressway route map, dhaka elevated expressway, dhaka elevated expressway map, dhaka elevated expressway route, dhaka elevated expressway length, dhaka elevated expressway toll price, dhaka elevated expressway route map pdf,

সর্বপরি,

এই হচ্ছে ঢাকা এলিভেটেড  এক্সপ্রেসওয়ের টোন নির্ধারণ এবং  বিস্তারিত ডিটেলস,

ধন্যবাদ সবাইকে এই পোস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনারা যদি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস রুয়ের আরো কোন কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Tag: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ম্যাপ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্ৰথম আলো, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কি,

Post a Comment

1 Comments