আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু💘
আলহামদুলিল্লাহি ওয়াহদা। ওয়াস্সালা তুওয়াস্সালামু আলা মাল্লা নাবি আ' বা'দা। আম্মা বা'দ
আপনারা সবাই কেমন আছেন? আসা করছি সবাই অনেক ভাল আছেন আজকের বিষয় হচ্ছে
"দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কি?
এবং সেটার ব্যবহার আমরা কিভাবে করব?"
আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে আমরা তা সঞ্চয় করে রাখতাম যার যাকাত লাগেনা এবং আমরা যদি জানতাম কোনটা দামি সম্পদ যেটা সঞ্চয় করে রাখলে যাকাত লাগে না? তখন তিনি বললেন শোনো শোনো
- সবচেয়ে দামি সম্পদ এবং সবচেয়ে সঞ্চিত সম্পদ হচ্ছে ওই জিহ্বা
যেই জিহ্বা সর্বদা আলহামদুলিল্লাহ বলতে পারে।
যেই জিহ্বা সর্বদা সুবহানাল্লাহ বলতে পারে।
যেই জিহ্বার সর্বদা আল্লাহু-আঁকবার বলতে পারে।
তাসবিঃ তাহলীল করতে পারে এই জিহ্বা হচ্ছে দামী ও সঞ্চিত সম্পদ।
(একটু মনোযোগ দিয়ে পড়ুন)
তাহলে সবচেয়ে ভালো হলো এই জিহ্বা!
- এবার দেখেন আবার এই জিহ্বাই কিভাবে মানুষ কে বিপদে ফেলে!
পিছন দিক দিয়ে ধাক্কা মেরে মানুষকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে সেটাও হলো এই জিহ্বা। আবার সবচেয়ে খারাপ জিনিস হল এই জিহ্বা!
বুঝাতে পারিনি মনে হয়?
আই ছেলে দিনরাত প্রেমের গল্প করো মোবাইলে তখন জিহ্বা ব্যবহার করো না? কি জবাব দিবে তুমি?
এবং মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে
তারমধ্যে একশ্রেণীর হচ্ছে ঃ-
১/ আল্লাহর ভয়ে কাঁদে যে।
২/ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে।
৩/ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে।
আরেকটু কথা শুনুন
ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে।
এবং ঈমান যত কম হবে তত বেশি হবে তাহাজ্জুদ পড়লেও ! যেমন আপনাকে দেখাই মুরুব্বী নামাজ পড়ে অথচ তামাক খায় মানে জর্দা খায়! মুরুব্বী তাহাজ্জুদ পরে কিন্তু দাঁড়িয়ে ছাঁচে! এই যে দেখেন এখানে কিন্তু মুরুব্বির ঈমান কাজ করছে না!
মেয়েটা বোরখা পড়ে কিন্তু প্রেমের গল্প করে! এতএব এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটার ঈমান কাজ করছে না
এদ্বারা আমরা এটা বুঝতে পারছি যে আমাদের ঈমানকে আরও শক্ত করতে হবে এবং সমস্ত ধরনের পাপ কাজ থেকে মুক্ত থাকতে হবে এবং বিরত থাকতে হবে! থাকার চেষ্টা করতে হবে!
এবং আজকের আলোচনার মূল বিষয় থেকে আমরা এটা শিখতে পারলাম এবং বুঝতে পারলাম যে "মুখ বন্ধ রাখো -- জরুরী প্রয়োজন ছাড়া কথা বলোনা"
অতএব আমরা এটা বলতে পারি ভালো কথা বল নয়তো চুপ থাকো।
জাযাকাল্লাহ খাইরান আজকের মত এখানেই বিদায় আরও ভালো কোন পোস্ট নিয়ে আসবো। ইনশাআল্লাহ!
শাইখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ
0 Comments