Header Ads Widget

Ticker

6/trending/ticker-posts

সমাজে বহুল প্রচলিত কিছু শিরক । যা থেকে আজকেই ফিরে আসতে হবে।

আসসালামু-আলাইকুম


বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভাল আছেন আজকে আমরা কথা বলবো সমাজে প্রচলিত কিছু শিরক নিয়ে।  আপনারা সবাই জানেন শিরক করে মারা গেলে চিরকাল জাহান্নামে থাকতে হবে।

আর যদি কেউ শিরক না করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে সে যতই পাপ করুক তার পাপের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন সে জান্নাতে যেতে পারবে।  (ইনশাআল্লাহ) আল্লাহ যদি চায় তাহলে। 

আবার এটা ভেবে কেউ যেন পাপ করতেই না থাকি!! খুব সাবধান হওন। 


এবার দেখে নিবো সমাজে প্রচলিত কিছু শিরক:-


  • হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়
  • টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়

  • হাতের পাগড়ী বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে সূরা ইয়াসিন লিখা আছে মাদুলি  তে আপনি সেই মাদুলি হাতে কোমরে দিয়ে পেশাব খানায় গেলেন , পায়খানায় গেলেন, পতিতালয়ে গেলেন,!! 

মনে রাখা ভালো হবে কোরআন মাযীদ কারো পতিতালয় যাওয়ার জন্য আসেনি দুনিয়াতে! হাতে কোমরে নিয়ে পেশাব-পায়খানা যাওয়ার জন্য আসেনি। এতএব আপনি মাদুলি ঝুলালে শিরক হবে। 



  • অষ্টধাতুর আংটির ঝুলানো শিরক হবে।
 অষ্টধাতুর আংটি আজমির শরিফে পাগল থাকলো 12 বছর!!  লন্ডন থেকে ডাক্তারি পড়ে এসে রোগ ধরতে পারল না বলছি এই আংটি দিলে নাকি রোগ ভালো হয়ে যাবে! আরে বাজারে মানুষ ও পাগল!! সেই আংটি হাতে দিচ্ছে ধাতুর আংটি হাতে থাকলে শিরক হবে। সাহেব


  • হাজী সাহেব ঘড়ির আকারে হাতে বালা দিয়েছেন এই বালা হাতে রাখলে শিরক হবে
আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এখন যদি আপনার অষ্টধাতুর আংটি থাকে, মাদুলি থাকে, কালো রাবার থাকে, এই পোস্টটা দেখার সাথে সাথে এখনি খুলে দিন। এই মুহূর্তে এক মিনিটও দেরি করবেন না, এক সেকেন্ডও সময় নেই  কেননা এখন যদি আপনি এগুলো হাতে রেখে মারা যান তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে।!  আর খুলে দিয়ে মারা গেলে জান্নাতে হবে ইনশাআল্লাহ ( আল্লাহ যদি চায়) 

তাহলে এবার বুঝুন শিরক জিনিস, এর ভয়াবহতা  কত কঠিন, এতএব সময় নেই এখনই সাবধান হতে হবে।


  • মায়ের কসম খেলে শিরক হয়
  • দুই চোখের কসম খেলে শিরক হয়
  • গিয়ে কসম করলে শিরক হয়
  • মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়
  • ড্রাইভার ভালো তাই গাড়ি এক্সিডেন্ট হলো না এই মন্তব্য করলে শিরক হয়
  • মাঝি ভালো তাই নৌকা ডুবল না এই মন্তব্য করলে শিরক হয়
  • ডাক্তার ভালো তার বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে শিরক হয়
  • তুলসীর গাছ তুলে ফেলা যায় না এই মন্তব্য করলে শিরক হয়
  • গুরু কে লাথি মারা যায় না এই মন্তব্য করলে শিরক হয়
  • ধানের উপর জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না এ মন্তব্য করলে শিরক হয়

  • আপনার স্ত্রীর ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত নিতে পারেনা,বেগুন ছিঁড়তে পারে না,ঘর ঝাড়ু দিতে পারেনা  এ মন্তব্য করলে শিরক হয়।  ভালো করে মনে রাখুন আপনার স্ত্রী ফরজ গোসল না করে করতে সব কাজ করতে পারে।  (পারে না শুধু নামায পড়তে এবং কোরআন তেলাওয়াত করতে।) এই দুইটা ব্যতীত পৃথিবীর সব কাজ করতে পারে!



আমার এই পোস্ট যদি বুঝতে না অথবা আমি বুঝাতে না পারি তাহলে আমার সাথে যোগাযোগ করে নিবেন! নয়তো ভুল বোঝাবুঝি হতে পারে! 


  • জন্মদিবস পালন করলে শিরক হয়
  • মৃত্যু দিবস পালন করলে শিরক হয় 
  •  26 শে মার্চ পালন করলে শিরক হয়
  •  16 ডিসেম্বর পালন করলে শিরক হয়
  • একুশে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়
  •  কোন দিবস পালন করলে অথবা মূল্যায়ন করলে শিরক হয়পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়


তো বন্ধুরা আজকের এই পোস্ট থেকে আপনারা সমাজে প্রচলিত ছোট এবং বড় বড় কিছু শিরিকের বিষয়ে জানতে পারলেন। কেউ যদি কোন কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কেননা এতে আপনার মনে কোন ভুল বুঝাবুঝি হবেন না। 




আজকের মত এখানেই বিদায় দেখা হবে আর নতুন কোন টপিক নিয়ে।  ইনশাআল্লাহ

Post a Comment

0 Comments